পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো) ডিসেম্বর ২০০১ সালে দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা দিক-নির্দেশনা প্রদান করার জন্য জাতীয় পানি ব্যবস্থাপনা পরিকল্পনা (এনডব্লিউএমপি) প্রস্তুত করেছে। জাতীয় পানি ব্যবস্থাপনা পরিকল্পনা (এনডব্লিউএমপি) একটি কাঠামো পরিকল্পনা; যা বিভিন্ন মন্ত্রণালয় , বিভাগ, সংস্থা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান যারা প্রকল্প প্রস্তুত করে তাদের জন্য কৌশল নির্ধারন করে ; বাংলাদেশে পানি ও পানি সম্পর্কিত সেবার রক্ষণাবেক্ষণ ও বিতরণ এবং পানি সম্পদ উন্নয়ন কাজে সংশ্লিষ্ট তাদের জন্য নির্দেশনা প্রদান করে। এ পরিকল্পনায় পানি সম্পদ খাতে প্রকল্প বাস্তবায়নকারী ২৪ টি সংস্থার জন্য ৮ টি ক্লাস্টারে ৮৪ টি প্রোগ্রাম ঠিক করা হয়েছে। এনডব্লিউএমপিতে অবিলম্বে বাস্তবায়নের জন্য স্বল্পমেয়াদী (২০০১-২০০৬) পরিকল্পনা , মধ্যমেয়াদী (২০০৬-২০১১) নির্দেশক পরিকল্পনা, দীর্ঘমেয়াদী (২০১১-২০২৫) প্রেক্ষিত পরিকল্পনা রাখা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৯১,৪৫৭ কোটি টাকা (মূল্য ২০০১ অনুযায়ী) । পানি ব্যবস্থাপনা পরিকল্পনা (এনডব্লিউএমপি) ২০০৪ সালে ৩১শে মার্চ জাতীয় পানি সম্পদ কাউন্সিল কর্তৃক অনুমোদিত হয়।