Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ ডিসেম্বর ২০২৩

চলমান প্রকল্প

প্রকল্পের নাম: বাংলাদেশ পানি আইন, ২০১৩ এর কার্যকর প্রয়োগে বাংলাদেশের উত্তর-কেন্দ্রীয় হাইড্রোলজিক্যাল অঞ্চলের ১০ টি জেলায় পানি সম্পদের প্রাপ্যতা এবং  ভূ-গর্ভস্থ পানি ধারকস্তরের নিরাপদ আহরণ সীমা নিরুপণশীর্ষক কারিগরী প্রকল্প।

 

প্রকল্পের সময়কাল: জুলাই/ ২০২৩-জুন/ ২০২৬ পর্যন্ত

 

প্রাক্বকলিত ব্যায় : ৪৫১২ লক্ষ টাকা (সম্পূর্ণ জিওবি) 

 

প্রকল্পটি গ্রহণে উদ্যোগী মন্ত্রণালয় হলো পানি সম্পদ মন্ত্রণালয় এবং বাস্তবায়নকারী সংস্থা হলো পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো)।

 

পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো) কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশ পানি আইন, ২০১৩ এর কার্যকর প্রয়োগে বাংলাদেশের উত্তর-কেন্দ্রীয় হাইড্রোলজিক্যাল অঞ্চলের ১০ টি জেলায় পানি সম্পদের প্রাপ্যতা এবং  ভূ-গর্ভস্থ পানি ধারকস্তরের নিরাপদ আহরণ সীমা নিরুপণশীর্ষক কারিগরী প্রকল্পটি  সরকার  কর্তৃক বিগত ১৪ নভেম্বর, ২০২৩ খ্রিঃ তারিখে অনুমোদন লাভ করে।

 

প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য (Overall Objectives):

 

প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের উত্তর-কেন্দ্রীয় হাইড্রোলজিক্যাল অঞ্চলের ১০ টি জেলায় বাংলাদেশ পানি আইন, ২০১৩ ও বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ এর কার্যকর প্রয়োগের লক্ষ্যে ভূ-গর্ভস্থ ও ভূ-পরিস্থ পানি সম্পদের প্রাপ্যতা, গুণগত মান এবং ভূ-গর্ভস্থ পানিধারক স্তরের নিরাপদ আহরণ সীমা নিরুপন করা। উক্ত অঞ্চলের শিল্প জোন, ভূগর্ভস্থ পানি ধারকস্তরের নিম্নমূখী প্রবণতা, অধিক জনসংখ্যার চাপ, অর্থনৈতিক অঞ্চল, ভূপরিস্থ পানি দূষণ, নগরায়ণ প্রবণতা উক্ত প্রকল্পের কেন্দ্রীয় বিবেচ্য বিষয়।

 

প্রকল্পের সুনির্দিষ্ট (Specific Objectives) উদ্দেশ্য:

 

  • প্রকল্প এলাকায় ভূ-গর্ভস্থ ও ভূ-পরিস্থ পানির গুনগত মান নির্ধারণ এবং বর্তমান ও ভবিষ্যৎ পানির ব্যবহার ও চাহিদা বিবেচনা করে পানি সংকটাপন্ন এলাকা (Water Stress  Area) চিহ্নিত করা;

 

  • বাংলাদেশ পানি আইন, ২০১৩ প্রয়োগে প্রকল্প এলাকায় মৌজা পর্যায়ে অ্যাকুয়াফারের স্থানিক (Areal) ও উলম্ব (Vertical) ব্যাপ্তি এবং সম্ভাব্য রিচার্জ পটেনশিয়াল নির্ধারণ করে ভূ-গর্ভস্থ পানিধারক স্তরের ট্রেন্ড এবং নিরাপদ আহরণ সীমা (safe yield) নির্ধারণ করা;

 

  • প্রকল্প এলাকায় বাংলাদেশ পানি আইন, ২০১৩ এর কার্যকর প্রয়োগে পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের ছাড়পত্র ইস্যুকরণ ও প্রকল্প প্রণয়নে ভূ-গর্ভস্থ ও ভূ-পরিস্থ পানি সম্পদ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও মানচিত্র প্রণয়ন করা;

 

  • প্রকল্প এলাকায় জরিপ, হাইড্রোলজিক্যাল মডেলিং এবং ষ্টেকহোল্ডারদের সাথে পরামর্শের মাধ্যমে ভূ-গর্ভস্থ ও ভূ-পরিস্থ পানি সম্পদের প্রাপ্যতা, ব্যবহার ও চাহিদার অনুসন্ধানপূর্বক টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ণ করা;

 

  • প্রকল্প এলাকায় বিভিন্ন খাতওয়ারী (কৃষি, সেচ, মৎস্য, শিল্প, গৃহস্থলী প্রভৃতি) ভূ-গর্ভস্থ ও ভূ-পরিস্থ পানি সম্পদের প্রাপ্যতা, গুণগত মান, ব্যবহার ও চাহিদা সংক্রান্ত ম্যাপ প্রণয়ন এবং জিআইএস উপাত্তভান্ডার প্রস্তুতকরণ।

 

প্রকল্প এলাকা

 

প্রকল্পটি ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১০ টি জেলায় অবস্থিত। প্রকল্প এলাকায় ৭১ টি উপজেলা, ৭৪৪ টি ইউনিয়ন, ১০,৮৮৪ টি মৌজা রয়েছে। প্রকল্প এলাকার অবস্থান নিম্নরুপঃ-

বিভাগ

জেলার নাম

উপজেলার সংখ্যা

ইউনিয়নের সংখ্যা

মৌজার সংখ্যা

মন্তব্য

ঢাকা

ঢাকা

৭৯

৯৭৪

উত্তর-কেন্দ্রীয় হাইড্রোলজিক্যাল অঞ্চলের ৭টি জেলার সকল উপজেলা

গাজীপুর

৪৪

৮১৪

টাঙ্গাইল 

১২

১১০

২১৯০

মানিকগঞ্জ

৬৫

১৩৫৭

নারায়ণগঞ্জ 

৪৪

৭৫৭

মুন্সিগঞ্জ

৬৭

৬৬২

নরসিংদী

৭০

৬২৪

ময়মনসিংহ

ময়মনসিংহ

১২

১৪৬

২২০৪

উত্তর-কেন্দ্রীয় হাইড্রোলজিক্যাল অঞ্চলের ৩টি জেলার সকল উপজেলা

শেরপুর

৫১

৪৫৮

জামালপুর

৬৮

৮৪৪

২ টি বিভাগ

১০ টি জেলা

৭১ টি উপজেলা

৭৪৪ টি ইউনিয়ন

১০,৮৮৪ টি মৌজা

 

 

প্রকল্পের উপাদান/ কার্যাবলি:

 

প্রকল্পের প্রধান দুইটি কম্পোনেন্ট (উপাদান) নিম্নরুপ:

 

কম্পোনেন্ট (উপাদান) ১

প্রকল্প এলাকায় অংশগ্রহণমূলক গ্রামীন মূল্যায়ন (PRA) এর মাধ্যমে প্রকল্প এলাকার বিদ্যমান পানি ব্যবহারের ধরণ, গুণগত মান, চাহিদা, উৎস ইত্যাদি চিহ্নিত করে মানচিত্রে প্রদর্শন পূর্বক রিপোর্ট প্রণয়ন।

 

কম্পোনেন্ট (উপাদান) ২

প্রকল্প এলাকায় হাইড্রোলজিক্যাল মডেলিং এর মাধ্যমে ভূ-গর্ভস্থ ও ভূ-পরিস্থ পানি সম্পদের প্রাপ্যতা, গুণগত মান ও চাহিদা নিরূপন এবং ভূ-গর্ভস্থ পানিধারক স্তরের নিরাপদ আহরণ সীমা নির্ধারণ।

 

প্রকল্পের আউটপুট:

         

প্রকল্পের প্রত্যাশিত আউটপুটসমূহ নিম্নরূপ:

         

আউটপুট ১

জনগনের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে প্রকল্প এলাকায় বিদ্যমান পানি সম্পদের ব্যবহার, গুণগত মান, চাহিদা, উৎস চিহ্নিত করে পানি সম্পদ ব্যবস্থাপনার সঠিক অবস্থা সংক্রান্ত অংশগ্রহণমূলক গ্রামীণ মূল্যায়ন (PRA) প্রতিবেদন।

 

আউটপুট ২

বিভিন্ন খাত অনুযায়ী (যেমন- সেচ, মৎস্য, শিল্প, গৃহস্থালী প্রভৃতি) প্রকল্প এলাকায় ভূ-গর্ভস্থ ও ভূ-পরিস্থ পানি সম্পদের প্রাপ্যতা, ব্যবহার, গুণগত মান ও চাহিদা সংক্রান্ত উপাত্তভান্ডার ও প্রস্তুতকৃত ম্যাপ।

         

আউটপুট ৩

ভূ-পরিস্থ এবং ভূ-গর্ভস্থ  পানির প্রাপ্যতা নিরুপন এবং প্রকল্প এলাকার প্রযুক্তিনির্ভর অ্যাকুয়াফারের WL ট্রেন্ড, ব্যপ্তি ও প্রকৃতি পর্যবেক্ষণ করে মৌজা ভিত্তিক পানি সম্পদের সার্বিক অবস্থা সম্পর্কিত ব্যাপক তথ্য ও প্রস্তুতকৃত ম্যাপ।

 

আউটপুট ৪

গ্রহণযোগ্য ভূ-গর্ভস্থ পানির উত্তোলন ও অ্যাকুয়াফারের নিরাপদ পানি উত্তোলন স্তর সনাক্তকরণ এবং রিচার্জ পটেনশিয়াল নির্ধারণ করে প্রস্তুতকৃত চার্ট ও ম্যাপ।

 

আউটপুট ৫

 

পানি সম্পদের বর্তমান ও ভবিষ্যত প্রাপ্যতা, ব্যবহার, গুণগত মান, চাহিদা ও পুনর্ভরণের সার্বিক অবস্থা বিবেচনা করে পানি সংকটাপন্ন এলাকা নির্ধারণ। অধিকন্তু, আধুনিক গবেষনা ল্যাবরেটরি স্থাপনের মাধ্যমে যে কোন এলাকার ভূ-গর্ভস্থ ও ভূ-পরিস্থ পানির গুনগত মান নির্ণয়ের মাধ্যমে সুবিধাভোগিদের সেবা সহজীকরণ।