প্রকল্পের নাম: সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ কার্যকরকরণ শীর্ষক কারিগরী সহায়তা প্রকল্প
প্রকল্পের সময়কাল: ০১/০১/২০২০ হইতে ৩০/০৬/২০২৩ পর্যন্ত
প্রকল্পের উদ্দেশ্য : সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ এর কার্যকর প্রয়োগে প্রকল্প এলাকার মৌজা পর্যায় পর্যন্ত ভূ-গর্ভস্থ ও ভূ-পরিস্থ পানি সম্পদের প্রাপ্যতা এবং ভূ-গর্ভস্থ পানিধারক স্তরের নিরাপদ আহরণ সীমা নিরুপনসহ ওয়ারপোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করণ।
প্রকল্পের বাজেট : ১৫৩৩.৭৬ লক্ষ টাকা
(জিওবি = ১০২৩.৭৬ লক্ষ টাকা
এসডিসি = ৫১০.০০ লক্ষ টাকা)
প্রকল্প এলাকা: প্রকল্পটি বাংলাদেশের উত্তর-পশ্চিম হাইড্রোলজিক্যাল অঞ্চলের রাজশাহী, চাপাঁই নবাবগঞ্জ ও নওগাঁ এই ৩টি জেলায় বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পের উল্লেখযোগ্য লক্ষ্যমাত্রা নিম্নরূপ:
প্রকল্পের কাংক্ষিত ফলাফল:
১। প্রকল্প এলাকার পানি সম্পদ ও ব্যবস্থাপনার সঠিক অবস্থা সম্পর্কে অংশগ্রহণমূলক গ্রামীন
মূল্যায়ন (PRA) রিপোর্ট।
২। বিভিন্ন খাত অনুযায়ী (কৃষি, সেচ, মৎস্য, শিল্প, গৃহস্থালী প্রভৃতি) প্রকল্প এলাকায় ভূ-গর্ভস্থ ও ভূ-
পরিস্থ পানি সম্পদের প্রাপ্যতা, ব্যবহার ও চাহিদা সংক্রান্ত উপাত্তভান্ডার ও প্রস্তুতকৃত মানচিত্র।
৩। প্রকল্প এলাকার মৌজা ভিত্তিক পানি সম্পদের স্বল্পতাপূর্ণ এলাকা এবং অ্যাকুইফারের নিরাপদ
পানি উত্তোলন স্তর (Safe Yield Level) নির্ধারণ।
৪। ওয়ারপোর সংশোধিত চাকুরী বিধিমালা, সংশোধিত পানি সম্পদ পরিকল্পনা আইন, ১৯৯২
(খসড়া)প্রণয়ন এবং সক্ষমতা বৃদ্ধির (স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী) পরিকল্পনা প্রণয়ন।