Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st সেপ্টেম্বর ২০২৩

সংক্ষেপে জাতীয় পানি সম্পদ ডেটাবেস

জাতীয় পানি সম্পদ ডেটাবেস সংরক্ষণ ও হালনাগাদ করা ওয়ারপোর গুরুত্বপূর্ণ দায়িত্ব। ‘‘জাতীয় পানি ব্যবস্থাপনা পরিকল্পনা’’ প্রকল্পের আওতায় ওয়ান স্টপ উপাত্ত সরবরাহের কেন্দ্র হিসাবে ১৯৯৮-২০০১ সালে ওয়ারপোতে ‘‘জাতীয় পানি সম্পদ ডেটাবেস (এনডব্লউিআরডি)’’ স্থাপন করা হয়। পরবর্তীকালে, “সমন্বিত উপকুলীয় অঞ্চল ব্যবস্থাপনা পরিকল্পনা” প্রকল্পের আওতায় ২০০৫ সালে ‘সমন্বিত উপক’লীয় সম্পদ ডেটাবেস (আইসিআরডি)’ স্থাপিত হয়েছে । মাল্টিডিসিপ্লনিারি উপাত্তভান্ডার এনডব্লউিআরডি ভূ-পরিস্থ পানি, ভূগর্ভস্থ পানি, মৃত্তিকা ও কৃষি, মৎস্য, বন, আর্থ-সামাজিক, আবহাওয়া ও  পরিবেশ এবং আইসিআরডি প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ,  মানুষ ও সামাজিক অবস্থা, পরিকাঠামো ও সার্ভিসেস, অর্থনীতি ও ফাইন্যান্স, প্রশাসন ও প্রতিষ্ঠানসমূহ হিসাবে শ্রেণীকরণ করা হয়েছে । ওয়ারপোর ওয়েবসাইটে (www.warpo.gov.bd) এনডব্লউিআরডি এবং আইসিআরডি-র ‘উপাত্ত ক্যাটালগ’ পোস্ট করা আছে । প্রতিটি উপাত্ত স্তর সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য, উপাত্ত নমুনা এবং মেটাডাটা ক্যাটালগে অন্তর্ভুক্ত করা হয়েছে ।এই ওয়েবভিত্তিক ডেটাবেস সমূহ ওরাকল ১১ম এবং ASP.Net  কাঠামো ব্যবহার করে আপগ্রেড করা হয়েছে । উভয় ডেটাবেস র বাংলাদেশে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে ।

 

সারাদেশের প্রায় ৫০ টি সংস্থার তথ্য-উপাত্ত সংগ্রহ করে প্রয়োজনীয় ভ্যালু-এ্যাড ও গুণগতমান যাচাইপূর্বক উপাত্তভান্ডারে 'এনডব্লউিআরডি ফরম্যাটে' আর্কাইভ করা হয়েছে। এ যাবৎ, এনডব্লউিআরডিতে ৫৫৭ টি এবং আইসিআরডিতে ৫৬৩ টি জিআইএস, টাইম-সিরিজ ও টেব্যুলার উপাত্তস্তর ডিজিটাল ফর্মে সংরক্ষণ করা হয়েছে এবং প্রতিটি উপাত্তস্তরের জন্য মেটাডাটা ও বান্ডিল তথ্য প্রস্তুত করা হয়েছে । উপাত্ত ছাড়াও উভয় উপাত্তভান্ডারে গুরুত্বপূর্ণ ডাটা বিশ্লেষণ পদ্ধতি, মেটা-ডাটাবেজ, টুলস্ ও বিশ্লেষিত তথ্যাবলী সন্নিবেশিত করা আছে । এছাড়া, দেশের পানি খাত সংশ্লিষ্ট সংস্থাসমূহের বিভিন্ন প্রকল্প-উপাত্তভান্ডার সংরক্ষণ ও প্রয়োজনে ব্যবহারের উদ্যোগ হিসাবে Coastal Embankment Rehabilitation Project (CERP)  এবং Char Development and Settlement Project (CDSP)  এর উপাত্তভান্ডার এনডব্লউিআরডিতে উপ-অংশ হিসাবে সংযুক্ত করা হয়েছে।

 

পানি সম্পদ পরিকল্পনা আইন, ১৯৯২ ধারা ৭(ছ), জাতীয় পানি নীতি ১৯৯৯ (ধারা ৫.ঘ.৪) অনুযায়ী ‘‘জাতীয় পানি সম্পদ ডেটাবেস (এনডব্লউিআরডি) সংরক্ষণ, হালনাগাদকরণ এবং বিভিন্ন সংস্থা ও ব্যক্তিকে চাহিদামাফিক উপাত্ত সরবরাহ করা ওয়ারপোর অন্যতম একটি প্রধান দায়িত্ব। বিভিন্ন পরিকল্পনা, ব্যবস্থাপনা, গবেষণা, প্রকল্প বাস্তবায়ন, অধ্যয়ন ইত্যাদি কাজে দেশী বিদেশী সংস্থা, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও প্রকল্পসমূহ এনডব্লউিআরডি ও আইসিআরডি এর উপাত্ত ব্যবহার করছেন।